মনিরামপুরে গার্মেন্টস এর দোকানে আগুন লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই
মনিরামপুর প্রতিনিধি(যশোর) মাসুদ রায়হান:
রবিবার(০৭ জুলাই) সকাল নয়টার দিকে মনিরামপুর উপজেলার কোনোকোলা বাজারে মাষ্টার ইনসান আলীর গার্মেন্টসের দোকানে আগুন লেগে কয়েক লক্ষ টাকার মালা মাল পুড়ে নষ্ট হয়ে গিয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় উপজেলার কোনাকোলা বাজারে সকালে স্থানীয় চা দোকানি বুলু শেখের চোখ যায় মাষ্টার ইনসান আলীর দ্বিতল ভবন দোকানের পিছনে। হঠাৎ বুলু শেখ দেখতে পায় দোকানের দ্বিতল ভবনের পিছন জানালা দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে।
বুলু শেখার সামনেই দাড়িয়ে থাকা কোনা কোলা বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ শামিম আক্তারকে ডাক দিলে শামিম আক্তার বলেন ইনসানের দোকানে আগুন লেগেছে, এ বলেই শামিম আক্তার ইনসানের দোকানের সামনে যেয়ে লোকজনকে ডাকা ডাকি করে।
সাথে সাথে স্থানীয় দোকান দারেরা ছুটে আসে,ইস্কুল টাইম হওয়াই মাষ্টার ইনসান আলী ইস্কুলে চলে যায়।
ইনসান আলী ইস্কুলে যাওয়ার সময় তার দোকানের চাবি মতিউর রহমান নামের এক দোকানদারের কাছে রেখে গিছিল। যে তার দোকানের কর্মচারী এসে দোকান খুলবে।
তাড়াতাড়ি মতিয়ার রহমান চাবি নিয়ে এসে দোকানের শার্টার খুলে দেয়।
সাথে সাথে স্থানীয় দোকানদারেরা বালতিতে করে পানি এনে প্রায় ২০ মিনিট মতো চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
সবায় ধারনা করছে আইপিএস লাইন থেকে এই অগ্নি কান্ড ঘটতে পারে।
এতে কয়েক লক্ষ টাকার গার্মেন্টসের মালা মাল পুড়ে নষ্ট হয়ে গেছে।