বেনাপোলে দেড় কোটি টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

যশোর জেলা প্রতিনিধি :

যশোরের বেনাপোল বন্দর থেকে কাগজপত্রবিহীন ভারতীয় শাড়িসহ ৪৮৫ প্যাকেজ ফেব্রিক্সের একটি চালান জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় আটক হয়নি কেউ। সোমবার রাতে বন্দরের ১৭ নম্বর শেড থেকে এসব পণ্য জব্দ করা হয় বলে জানান বেনাপোল শুল্কভবনের উপ-কমিশনার অথেলো চৌধুরী। জব্দ করা পণ্যের মোট ওজন ১৭ হাজার কেজি; যার শুল্ককরসহ মূল্য প্রায় এক কোটি ৭০ লাখ টাকা বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা। অথেলো চৌধুরী বলেন, অসাধু এক ব্যবসায়ী অবৈধভাবে শাড়িসহ ৪৮৫ প্যাকেজ ফেব্রিক্সের একটি চালান ভারত থেকে এনে বেনাপোল বন্দরের শেডে রেখেছেন, এমন খবর পাওয়া যায়। মঙ্গলবার দুপুরে বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক রাশেদুল সজিব নাজির বলেন, বিষয়টি কাস্টমস তদন্ত করছে। তবে বন্দরের কারো দায়িত্ব পালনের অবহেলা থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উপ-কমিশনার অথেলো চৌধুরী বলেন, “বেনাপোল কাস্টমস হাউসে অনিয়মে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। কেউ অনিয়ম করলে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। তবে এ ধরনের কাজের সঙ্গে কারা জড়িত, তদন্ত না করে এখনই বলা সম্ভব না। “আমরা এখনও জানতে পারিনি, এর সঙ্গে কারা জড়িত আছেন। তবে যারাই জড়িত থাক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না।”

Share This