আইসিসির প্যানেলে প্রথমবারের মতো বাংলাদেশের চার নারী আম্পায়ার
গত কয়েক বছরে বাংলাদেশের আম্পায়ারিংয়ে যুক্ত হয়েছে নতুন দিগন্ত। বড় মঞ্চে নিয়মিত দেখা মিলছে শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত, গাজী সোহেল, মাসুদুর রহমান মুকুলদের। এবার সে যাত্রায় যুক্ত হচ্ছেন বাংলাদেশের নারী আম্পায়াররা।
প্রথমবারের মতো বাংলাদেশ থেকে আইসিসির ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত হয়েছেন চার নারী আম্পায়ার।
তাঁরা হলেন সাথিরা জাকির জেসি, মোছা. রোকেয়া সুলতানা, ডলি রানি সরকার ও চম্পা চাকমা।
এই চারজনের সঙ্গে আইসিসির আন্তর্জাতিক ম্যাচ রেফারি হিসেবে যুক্ত হচ্ছেন সুপ্রিয়া রানি দাস। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু।
বিসিবির আম্পায়ার্স বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিজের নতুন যাত্রা নিয়ে সামাজিক মাধ্যমে সাথিরা জাকির লিখেছেন, ‘খুশির সঙ্গে জানাচ্ছি, অবশেষে আমি আইসিসির ডেভেলপমেন্ট প্যানেলের অংশ হয়েছি।
কতটা খুশি এবং ভাগ্যবান সেই অনুভূতি প্রকাশের ভাষা আমার জানা নেই। পরের ধাপের জন্য অপেক্ষা করছি। আমার জন্য দোয়া করবেন।’