তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ভাঙনের কবলে মানুষ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ভাঙনের কবলে মানুষ

জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভাঙনের কবলে পরে ঘর-বাড়ি ও ফসল সরিয়ে নিচ্ছে স্থানীয়রা। তবে পানির চাপে ক্রমশই তিব্র আকার ধারণ করেছে নদী ভাঙন।

ভাঙনের কবলে পড়ে ঘর-বাড়ি ও ক্ষেতের ফসল সরিয়ে নিচ্ছেন ভুক্তভোগীরা। ডেবে গেছে তীর রক্ষা স্পারের পাশে ফেলা জিওব্যাগ।

তিস্তার পানি বাড়ায় রাজারহাটের ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের খিতাবখা, বুড়িরহাটসহ উলিপুর উপজেলার বিভিন্ন স্থানে ভাঙনের কবলে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন নদীপাড়ের মানুষজন।

ভাঙন কবলিতরা রবি নিউজ ২৪ কে জানান, বার বার পানি উন্নয়ন বোর্ডসহ জনপ্রতিনিধিদের জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পানি বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র ভাঙনে ভেসে গেছে কারো ঘর। আবার কেউ কেউ সরিয়ে নিচ্ছেন তাদের ঘর-বাড়িসহ প্রয়োজনীয় জিনিসপত্র।

Share This